স্টাফ রিপোর্টারঃ
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নব নির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এরপর কিছু সময় তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের পর শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, সব সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান, কার্যপ্রণালী ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করব।
এ সময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।