স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এর পর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- দীপঙ্কর তালুকদার, এবি তাজুল ইসলাম, মোর্শেদ আলম, আনিসুল ইসলাম মাহমুদ এবং আদিবা আনজুম মিতা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সংসদের বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করবেন।