স্টাফ রিপোর্টার:
গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. জিল্লুর রহমান চৌধুরী।
তাকে এ পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতির পর জিল্লুর রহমানকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষেই পদায়ন করা হয়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যা বাংলাদেশের স্থলবন্দরগুলোকে নিয়ন্ত্রণ করে। এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। বর্তমানে বাংলাদেশের ২৪টি স্থলবন্দর রয়েছে।