স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক বাজারে গমের সরবরাহ মূল্য সামান্য বাড়লেও পরিসংখ্যান অনুযায়ী গত ২০ মাসের মধ্যে বর্তমানে গমের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। শুক্রবার (১০ মার্চ)যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দাম কমায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে। তবে এখনও খাদ্যপণ্যটির দর গত ২০ মাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধির দারুণ সম্ভাবনা জেগেছে। এতে সরবরাহ বাড়ার আশা করা হচ্ছে। ফলে গত ৭ দিন ধরে গমের দাম দ্রুতগতিতে কমছিল। অবশেষে তা ঘুরে দাঁড়িয়েছে।
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় গমের চুক্তি ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন মূল্য স্পর্শ করেছে। গত ৪ সপ্তাহে বিশ্ববাজারে খাদ্যপণ্যটি দাম হারিয়েছে ১৫ শতাংশের বেশি।
যুক্তরাষ্ট্রের প্রাইস ফিউচার্স গ্রুপের বাজার বিশ্লেষক জ্যাক স্কোভিলে বলেন, গমের বাজারে বর্তমানে মন্দা বিরাজ করছে। কারণ, রাশিয়া কম দামে পণ্যটি বিক্রি করছে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপ চাপে পড়েছে।