স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে বিদেশি কূটনীতিকদের মধ্যে যথেষ্ট শিষ্টাচার থাকা উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এই কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কূটনীতিকদের শিষ্টাচারবহির্ভূত কথা বলার পেছনে বিএনপিই বেশি দায়ী। কেননা তারা বারবার তাদের কাছে গিয়ে কথা বলাতে বাধ্য করে। কূটনীতিকদের পায়ে পানি ঢালে।
রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পালন করা ঠিক না। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে জনগণের দুর্ভোগের কর্মসূচি না করার জন্য। এমনকি প্রধানমন্ত্রীও এই ধরনের কর্মসূচি পালন করতে নিষেধ করেছেন।
কর্মসূচির নামে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, জনগণের দুর্ভোগ বাড়ানো এ ধরনের কর্মসূচি বিএনপি শুরু করেছেন বলেও মন্তব্য করে তথ্যমন্ত্রী।
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহীর বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, তার অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।