বাংলাদেশ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

এখন থেকে সব হাওরে উড়াল সড়ক হবে


প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২৩ ১০:৫৬ : পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

এখন থেকে হাওরে আর সড়ক হবে না, হবে উড়াল সড়ক। তবে অর্ধেক স্থল, অর্ধেক পানি এমন হাওরে সড়ক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রী বলেছেন, পানির চাপে সড়ক ভেঙে যায়। যেখানে পানির চাপ বেশি সেখানে কালভার্ট নির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রী স্লুইস গেট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলেও পরিকল্পনামন্ত্রী জানান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

ট্যাগ :