গোপালগঞ্জ প্রতিনিধিঃ
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ্দ হোসেন মির্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী, সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রসিদ তারেক, আব্দস সামাদ বিশ্বস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন প্রমুখ।
এসময় নেতারা ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত করেন।