স্টাফ রিপোর্টার:
অবকাশে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য ৯টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত প্রধান বিচারপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হয়েছে। ভিন্ন ভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন এসব বেঞ্চের মধ্যে ৫টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।
প্রসঙ্গত, সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের শীতকালীন অবকাশকালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারকাজ আগামী ১৫ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।