স্টাফ রিপোর্টারঃ
নগরীর বায়েজিদে সড়ক দুর্ঘটনায় লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের বাবা শামসুল আলম নিহত হয়েছেন।
সোমবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক শাহীনকে আটক ও ট্রাকটি জব্দ করা করেছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, সোমবার দুপুরের দিকে বায়েজিদের শেরশাহ বাংলাবাজার লিং রোড এলাকায় ট্রাকচাপায় শামসুল আলম নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনায় তাৎক্ষণিক আমরা ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালখান বাজারের বাসিন্দা আলমগীর হোসাইন বলেন, মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর আমরা গণমাধ্যমে পাই। কিন্তু উনি যে বেলাল ভাইয়ের বাবা সেটা আমরা জানতাম না। পরে খবর পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে নিশ্চিত হই যে উনি বেলাল ভাইয়ের বাবা।
তিনি বলেন, এখন আমরা বেলাল ভাইসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আছি। মরদেহ বাসায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।