স্টাফ রিপোর্টারঃ
আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান ও সুন্নিয়তের ইমাম আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২ জুন) ভোর পাঁচটায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালটির একাধিক চিকিৎসক নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠে মেট্রোপলিটন হাসপাতাল এবং ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের বিরুদ্ধে। ‘করোনামুক্ত সনদ’ ছাড়া হাসপাতালে ভর্তি করা হবে না বলে এসময় দেশের শীর্ষ এই ইসলামী চিন্তাবিদের পরিবারকে জানানো হয়।
পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করা হয়। এরপর তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।