স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আছেন।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে, ডিপোর কনটেইনারের রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় চারদিকে আগুন ছড়িয়ে পড়লে, ২১ জন ফায়ার সার্ভিসকর্মী এবং ১০ পুলিশ সদস্যসহ কয়েক শতাধিক মানুষ দগ্ধ ও আহত হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে নেয়া হলে ২৩ জন মারা যান।
এদিকে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট এখনও আগুন নেভানোর কাজ করছে। এই ঘটনায় আহত পুলিশ সদস্য তুহিনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তুহিনসহ দুইজনকে আনা হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে।
আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকশত মানুষ।