স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় বিস্মিত স্মার্ট গ্রুপের পরিচালকরা। হতাহতের ঘটনা, আহতদের চিত্র দেখে অসুস্থ হয়ে পড়েছে এই পরিবারের সদস্যরা।
অসুস্থ হয়ে পড়েছেন স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি। মানসিকভাবেও ভেঙে পড়েছেন তিনি।
একাত্তর বাংলা নিউজকে স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমান বলেন, অনাঙ্ক্ষিত দুর্ঘটনাটি নিঃসন্দেহে সারাদেশের জন্য বেদনাদায়ক। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সবাই আমার পরিবারেরই সদস্য। যারা আহত হয়েছেন সবাই আমার আপনজন, স্মার্ট গ্রুপের সহকর্মী। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের যেকোনো প্রয়োজনে মানবিকতার সর্বোচ্চ নজির স্থাপন করতে আমি, আমার প্রতিষ্ঠান প্রস্তুত।
আর্থিক-মানসিক সহযোগিতা নিয়ে মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের পাশে থাকবো শেষ পর্যন্ত। আহতদের সুচিকিৎসার জন্য নিজের সামর্থের সর্বোচ্চ নিয়োগ করবো—যোগ করেন মুজিবুর রহমান সিআইপি।