স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী, বাকলিয়া, চান্দগাঁও এবং পতেঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের সই করা আদেশে পরিদর্শক পদমর্যাদার ৬ জনকে বদলি করা হয়।
সিএমপির পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এই আদেশে বলা হয়, কোতোয়ালী থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরকে চান্দগাঁও থানায় বদলি করা হয়েছে আর তার জায়গায় কোতোয়ালীতে স্থলাভিসিক্ত করা হয়েছে সিএমপির পুলিশ পরিদর্শক এস এম ওবায়েদুল হককে। অপরদিকে চান্দগাঁও থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খাইরুল ইসলামকে ডিবি বন্দর জোনে বদলি করা হয়েছে। বাকলিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে আর তার জায়গায় বাকলিয়ায় স্থলাভিসিক্ত করা হয়েছে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফাতাব হোসেনকে। এছাড়া সিএমপির পুলিশ পরিদর্শক সাজেদ কামালকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে।