নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক নৌ-পরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপির মৃত্যুতে শোক গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও চসিক ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি বলেন, ডা. মো. আফছারুল আমীন চিকিৎসার মতো মহান পেশায় থেকে আজীবন জনমানুষের সেবা করেছেন। একজন রাজনীতিকের জীবনে মানব সেবাই মূল লক্ষ্য। ডা. আফসারুল আমীনের মৃত্যু আওয়ামী রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। ডা. আফসারুল আমিন দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ নেতৃত্ব দিয়ে গেছেন। ওনার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারিয়ে আওয়ামী লীগ পরিবারের পাশাপাশি দেশের সাধারণ মানুষ ও রাজনীতি অংঙ্গন শোকাহত।
কাউন্সিলর মোহাম্মদ জাবেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।