স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরীর মোমিন রোডের এফজি হিলটাউন বিল্ডিংয়ের সপ্তম তলায় কারাগারে নিহত সন্ত্রাসী অমিত মুহুরীর সহযোগি খ্যাত কামরুল ইসলাম পারভেজ (২৭) আত্মহত্যা করেছেন।
শনিবার ( ১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত হওয়ার কারণে স্ত্রী ও পরিবারের সাথে দূরত্ব তৈরি এবং মানসিক অবসাদ থেকে মুক্তি তাড়নায় নিজের বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পারভেজের পিতা জাহাঙ্গীর খান জানান, শনিবার (১৪ মার্চ) রাতে তিনি বাসায় ফিরলে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও পারভেজ ভেতর থেকে কোন সাড়া দেয়নি। পরে তিনি জাতীয় জরুরি সেবার হটলাইনে (৯৯৯) ফোন করলে কোতোয়ালী থানা থেকে পুলিশ আসে। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্ত্রীর শাড়িতে গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পান পারভেজকে। তাকে ওই অবস্থা থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টায় তার মৃত্যু হয়।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন জানান, কামরুল ইসলাম পারভেজ নামের ২৭ বছরের এক যুবক গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমরা ময়নাতদন্ত শেষে পরিবারকে লাশ বুঝিয়ে দিয়েছি।
উল্লেখ্য, প্রেমঘটিত ঘটনায় ছাত্রলীগ কর্মী রাসেল হত্যাকাণ্ড মামলায় আত্মহত্যাকারী পারভেজ ২য় আসামি ছিলেন।