স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে আসছে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্ম ও মর্ডানার আরও ২ লাখ ৬৬ হাজার ৪০০ ডোজ টিকা। আজ শুক্রবার (৬ আগস্ট) এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রামে পাঠানো টিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রেজেনেকার ১ লাখ ৮ হাজার ডোজ, সিনোফার্মের ১ লাখ ২০ হাজার ডোজ ও মর্ডানার ৩৮ হাজার ৪০০ ডোজ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল কোল্ড স্টোরে সংরক্ষণ করা হবে। যা পরবর্তীতে টিকাকেন্দ্রে চাহিদা অনুযায়ী পৌঁছানো হবে।
এর আগে চট্টগ্রামে মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন অ্যাস্ট্রেজেনেকা ও অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নেন। সে হিসেবে প্রথম ডোজ নেওয়া আরও ১ লাখ ৫ হাজার ৪২৫ জন টিকা গ্রহীতা তাদের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন। প্রথম ডোজ গ্রহণের পর ইতোমধ্যে অনেকের চার মাস পার হয়েছে। তবে অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। শুক্রবার টিকা পৌঁছালে শনিবার/রবিবার থেকে টিকার দ্বিতীয় ডোজ শুরু হতে পারে বলে জানান সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।