স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার মূল্য সাত লাখ ৫৬ হাজার টাকা।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করেছে এনএসআই বিমানবন্দর টিম।
প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ৩ হাজার টাকা। সেই হিসাবে এসব সিগারেটের মূল্য দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা। এতে রেভিনিউ আয় হয়েছে সাত লাখ ৫৬ হাজার টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে বিমানটিতে আসা যাত্রীদের তল্লাশি করা হয়।
এ সময় চট্টগ্রামের লোহাগাড়ার যাত্রী আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।