স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয়ী নব-নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ শপথ নিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য নোমান আল মাহমুদকে শপথ বাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়শা খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ শেষে সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে নৌকা প্রতীকে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।
আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।