স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডের মশা নিধনে ফগার মেশিন উপহার দেন শিক্ষা উপমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী সাধ্যমতো দেশের উন্নয়নের সহযোগিতা করার আহবান জানান।
পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম এবং সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো. আশরাফুল আলমের হাতে এ ফগার মেশিন হস্তান্তর করা হয়।