নিউজ ডেস্কঃ
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করে বলেন, ‘এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।’ এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মিনারে চান্দগাঁও ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত আলী ও যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য কে এম শহিদুল্লাহ কাওসার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রাশেদ খাঁন মেনন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর চৌধুরী, খোরশেদ আলম, আরিফ হাসান, তাজুল ইসলাম, শহিদুল ফজল তৌহিদ , মোহাম্মদ এহসান, মোহাম্মদ জাহেদ লিটন, শেখ রাসেল স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সাখাওয়াত, মোহাম্মদ ফরহাদ, মেহেদী, রিজভী, সাকিবসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।