স্টাফ রিপোর্টার:
চলতি সপ্তাহে রাঙামাটিতে মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। হ্রদের পানি বাড়ায় যেকোনো মুহূর্তে খোলা হতে পারে ১৬টি জলকপাট।
সোমবার (২৮ জুলাই) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদে পানি আছে ১০৪ দশমিক ৬৭ ফুট মিনস সি লেভেল। ১০৮ ফুট মিনস সি লেভেল অতিক্রম করলে খুলে দেওয়া হবে ১৬টি জলকপাট।
বর্তমানে ৫টি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অর্থাৎ ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এর আগে ১১ জুলাই থেকে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট সচল হয়। ২২ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি ১০০ফুট মিনস সি লেভেল অতিক্রম করেছে।
কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৮দশমিক ৩১মিনস সি লেভেল।
প্রসঙ্গত: ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানির জন্য এতদিন একসঙ্গে চালু করা সম্ভব হয় নাই। চলতি বছরের ২ জুন হতে এতদিন এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও গত ১১ জুলাই রাত ৮টায় একযোগে চালু করা হলো ৫টি ইউনিট। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।