বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে প্রবল বর্ষণের সময় পাহাড়ি ঝিরিতে নিখোঁজ হওয়া একই পরিবারের ৩ জনের মধ্যে ছেলে প্রদীপ ত্রিপুরা ও মেয়ে বাজিরুম ত্রিপুরার লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে বান্দরবন চিম্বুক সড়কের সিলভান ওয়ে রিসোর্টের পাশে সাংঙ্গাই পাহাড়ি ঝিরিতে লাশগুলো পাওয়া যায়। তবে এখনো মা কৃষ্ণাতী ত্রিপুরার খোঁজ মেলেনি।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবন চিম্বুক সড়কের সাংঙ্গাই ত্রিপুরা পাড়ায় প্রবল বর্ষণের সময় পাহাড়ের মাটি ধসে ঝিরির পানিতে ভেসে গিয়ে ওই পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজিরুম ত্রিপুরা (১২), ছেলে প্রদীপ ত্রিপুরা (৭) নিখোঁজ হয়।
রাতে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। সকালে দুজনের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বর্তমানে লাশ উদ্ধারের সেখানে পুলিশ গিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা জানিয়েছেন, পাহাড়ি জুম থেকে পাড়ায় ফেরার পথে কৃষ্ণতী ত্রিপুরাসহ ৪ জন পাড়ার পাশে ঝিরিতে বিশ্রাম নেয়। এসময় প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে তারা ঝিরিতে পড়ে যায়।
এ সময় কৃষ্ণতি ত্রিপুরার ছোট বোন রাম্বতি ত্রিপুরা প্রাণে বেঁচে ফিরলেও অপর তিনজন পাহাড়ি ঢলে ভেসে যায় বলে জানান ওই ইউপি সদস্য।