স্টাফ রিপোর্টার:
এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়তলী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম জেলা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সমীর কান্তি দাশ, জেলা কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক সুকুমার দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক সুজিত কুমার দাশ, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইউনুস মিয়া, নির্বাহী সদস্য অধ্যাপক মাকসুদা বেগম, পাহাড়তলী কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন কাদের ও অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।