বাংলাদেশ, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছেন নৌকার তোফাইল! কাউন্সিলর হলেন যাঁরা


প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২২ ২:৫৮ : অপরাহ্ণ

ওয়াকার উদ্দিন মোঃ তারেক:

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন। ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী (মোবাইল মার্কা) পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট।

এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলরে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১-২-৩ নং ওয়ার্ডে রোজি আক্তার, ৪-৫-৬ নং ওয়ার্ডে রোজিনা সুলতানা রুজি এবং ৭-৮-৯ নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি।

এছাড়া সাধারণ কাউন্সিলরদের মধ্যে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে আনসুর আলী, ২নং ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জামশেদ আলম, ৪নং ওয়ার্ডে মো. আরিফ মাঈন উদ্দিন, ৫নং ওয়ার্ডে মো. ইসহাক, ৬নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আব্দুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব দাশ এবং ৯ নং ওয়ার্ডে বদিউল আলম।

ট্যাগ :