বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে চেরাগী পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি বলেন, গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।