নিউজ ডেস্কঃ
বরাবরের মতো এবারও চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফৌজদারহাট ক্যাডেট কলেজের এসএসসি’র ৬৩ তম ব্যাচের শিক্ষার্থীরা শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞান গ্রুপ থেকে ৩৮ জন এবং মানবিক গ্রুপ থেকে ৬ জনসহ মোট ৪৪ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত দেশের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে সাফল্য অর্জন করে যাচ্ছে।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে সন্তুষ্ট হয়ে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ নাজমুল হক সিকদার।
তিনি বলেন, “শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।”
পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা)।