স্টাফ রিপোর্টারঃ
ঈদকে কেন্দ্র করে রাজধানীর ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। সেই সঙ্গে ফাঁকা ঢাকায় দিনের পাশাপাশি রাতের চলাফেরায় কারও কোনোধরনের অস্বাভাবিকতা পেলে তা সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
রবিবার (১ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এ সময়গুলোতে রাস্তা ফাঁকা থাকে, থানা এলাকাগুলোতে অতিরিক্ত চার্জ দেওয়া হয়েছে। ২ হাজার ৫০০ ফোর্স দায়িত্ব পালন করবে। প্রতি থানা থেকেই মোবাইল টিম থাকবে। বিভিন্ন জোনে ভাগ করে ঢাকা সিটির নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা রেখেছি যাতে করে মানুষ নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে। থাকবে পুলিশ চেকপোস্ট।
এছাড়া নিরাপত্তার বিষয় নজরদারি করতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘রাতের বেলায় চলাচলের ক্ষেত্রেও নজরদারি রাখা হবে। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সিসিটিভি ফুটেজ রয়েছে। কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটরিং করা হবে।’
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘গত এক মাসে ডিএমপি এলাকায় তালিকাভুক্ত ৫ শতাধিক ছিনতাইকারী ও চোরকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই কিংবা চুরির বিষয় ঘটছে; ঢালাওভাবে বলা যাবে না, স্পেসিফিক ঘটনাগুলো জানতে হবে। এত বড় একটি শহরে দুই-একটি ঘটনা ঘটবে, সারাবিশ্বে বিভিন্ন শহরে এরকম ঘটনা ঘটে থাকে।’
পুলিশ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশের পাশাপাশি মানুষেরও কিছু দায়িত্ব থাকে। আপনার সম্পদ যদি অরক্ষিত রেখে মনে করেন পুলিশ পাহারা দেবে সেটা তো সম্ভব নয়। আপনার সম্পদ রক্ষার দায়িত্ব আপনি পালন করবেন, পুলিশ পাহারা দেওয়ার দায়িত্ব পালন করবে। আমরা আমাদের মতো সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি কোনও অভিযোগ পেলে মামলা নেওয়া হচ্ছে।’