পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ের ৫ নং ওয়ার্ডের ক্বারী রশিদ আহমেদের বাড়িতে মঙ্গলবার রাত তিন টার দিকে আগুনে দুটি কাঁচা দ্বীতল বসতঘর ও ৩ টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার রাত তিনটার দিকে সবাই যখন গভীর ঘুমে মগ্ন ঠিক তখনই হঠাৎ সবাই যে যার মতো পড়নে যার যা ছিল তা নিয়ে প্রাণে বাচতে বাইরে চলে আসে।
তাৎক্ষনিক পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হল মোঃ ফারুক, মোঃশাহজাহান মিয়া, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মো হোসেনের ৩টি সেমিপাকা ঘর ২টি দ্বীতল কাচা ঘর পুড়ে যায়।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, আমরা তার তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি আগুনের সুত্রপাত সম্পর্কে তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছুই অবশিষ্ট নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নীচে অবস্থান করছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক দশ লাখ টাকার মতো হতে পারে।
আগুনের খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম পটিয়া উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্নআহবায়ক ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ ফৌজুল কবির কুমার, হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির মুন্সী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিব সভাপতি মোঃ ইদ্রিস মুন্সি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মোরশেদ আকবরী, ছাত্রলীগ নেতা তারেক মুরাদ, সাইদুল হক,ইস্কান্দার,মেহেক, সাজ্জাদ, আমজাদ হোসেন, বেলাল হোসেন বাবু, সীবলু প্রমুখ।