মোঃ সেলিম (সাতকানিয়া প্রতিনিধি):
সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মাইজ পাড়া নিবাসী জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন এর বাকপ্রতিবন্দী সন্তান মুহাম্মদ তৌহিদুল ইসলাম (১২) গত ৫ অক্টোবর নানার বাড়ীতে যাওয়ার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়। নানার বাড়ীতে ফোন করে জানা যায় সে নানার বাড়ী যায় নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর কোন জায়গায় খোঁজ না পেয়ে সাতকানিয়া থানায় একটি সাধারণ অভিযোগ দাখিল করেন ছেলেটির বাবা আনোয়ার হোসেন। ছেলেকে পাওয়ার জন্য বাবা আনোয়ার হোসেন বিভিন্ন জায়গায় লিপলেট প্রচার করে এবং মাইকিং করে এতেও ছেলের খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ ২৪ নভেম্বর রবিবার রাত অনুমানিক ১১টা ৪৫ মিনিটের সময় একটি মোবাইল নাম্বার থেকে ফোন আসে। মোবাইল নাম্বারটি হল ০১৮২৪১০৫২৫৩। এই নাম্বার থেকে ফোন আসলে ছেলেটির বাবা আনোয়ার হোসেন রিসিভ করে এবং জানায় যে তাদের কাছে তার ছেলে তৌহিদুল ইসলাম আছে। পরে কথা বলার এক পর্যায়ে আনোয়ারকে ফেনীর মহিপাল এলাকায় যেতে বলে। পরের দিন আনোয়ার হোসেন ফেনীর মহিপাল গিয়ে ঐ নাম্বারে ফোন দিলে মোবাইলটি প্রথমে চালু থাকলেও পরে ফোনটি বন্ধ করে দেয় অসাধু এই চক্রটি। তাতে ছেলের কোন প্রকার সন্ধান না পেয়ে বাবা আনোয়ার হোসেন বর্তমানে পাগল হওয়ার অবস্থায় আছে। এমতাবস্থায় ছেলের সন্ধানের জন্য একাত্তর বাংলা নিউজের সরানাপন্ন হয় আনোয়ার হোসেন। কোন সহৃদয় ব্যাক্তি যদি উক্ত বাকপ্রতিবন্ধী ছেলের সন্ধান পান তাহলে তার বাবা আনোয়ার হোসেনের ফোন নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
মোবাইল নং- ০১৮৪০২৮৪৯৪০ ( তৌহিদুল ইসলাম এর বাবা আনোয়ার হোসেন)।