মোঃ সাজ্জাদুল ইসলাম:
তিন ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এছাড়া তার পরিবারের ৩৮ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৭ মে) দিবাগত রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
৩৮ বছর বয়সী হাসান মুরাদ বিপ্লবের আক্রান্ত তিন শিশুর বয়স যথাক্রমে ৬, ১০ ও ১৪ বছর।
এর আগে গত মঙ্গলবার (২৬ মে) কাউন্সিলর বিপ্লবসহ তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
একাত্তরবাংলানিউজ/এসএফ