এম.এইচ মুরাদঃ
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে (২৯ অক্টোবর) বাদ মাগরিব থেকে সারারাত ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করা হয়েছে। মাগরিবের পর থেকে মাহফিল শুরু হয়ে সকালে দোয়া-মুনাজাতের মাধ্যমে মিলাদ মাহফিলের শেষ করা হবে। এবং বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তবারুক বিতরণ করা হবে। চান্দগাঁও আবাসিক এলাকা কল্যণ সমিতি এ মাহফিলের আয়োজন করেছে বলে জানিয়েছেন কল্যাণ সমিতির সাংগঠনিক ও প্রচার সম্পাদক জনাব তৌফিক হোসেন।
সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর এ মাহফিল উপলক্ষে ওয়াজ, মিলাদ, দোয়া-মুনাজাত ও তবরুক বিতরণের আয়োজন করা হয়েছে। এই মিলাদুন্নবী মাহফিলে বিশিষ্ট আলেমরা আলোচনা ও মোনাজাত পরিচালনা করবেন। এতে সদ্য প্রয়াত চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব হাসান মাহমুদ চৌধুরী সিআইপির রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া এবং মোনাজাত করা হবে বলে জানানো হয়।
এ মহতী আয়োজনে সকল ধর্মপ্রাণ মুসলমানদের স্ববান্ধন উপস্থিতি কামনা করেছেন কল্যাণ সমিতির পরিচালক ও সদস্যবৃন্দরা।