এম.এইচ মুরাদঃ
আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান। এরইমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে প্যানেল মেয়র হচ্ছেন কারা। ২০১৫ সালের নির্বাচনের পর পাঁচজন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাতজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবারও বেশ কয়েকজনের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ২০ (১) ধারা অনুযায়ী সিটি কর্পোরেশন পরিষদ গঠনের পর অনুষ্ঠিত প্রথম সভার একমাসের মধ্যে কাউন্সিলরগণ অগ্রাধিকারক্রমে তাদের নিজেদের মধ্য হতে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়রের প্যানেল নির্বাচন করবেন। তবে শর্ত হল তিনজনের মধ্যে অবশ্যই একজনকে সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে।
এবারো প্যানেল মেয়রের তিনটি পদ নিয়ে কর্মী সমর্থকদের মাঝে আলোচনা চলছে। এবারের নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপি’র কেউ জিততে পারেননি। তাই আওয়ামী লীগের কাউন্সিলরদের মাঝেই প্যানেল মেয়রের প্রতিযোগিতা হবে। প্যানেল মেয়র হিসেবে একাধিক কাউন্সিলরের নাম শোনা যাচ্ছে। ২৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সবুর লিটন, রেকর্ড পরিমান ভোটে এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ৩২ নম্বর ওয়ার্ডের জহরলাল হাজারী, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, আগের প্যানেল মেয়র ২০ নম্বর ওয়ার্ডের চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ১০ নম্বর ওয়ার্ডের ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সংরক্ষিত আসনের কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, বেবী দোভাষসহ কয়েকজনের নামের ব্যাপারে গুঞ্জন রয়েছে।