স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম। লাটিম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩২০ ভোট।
এছাড়া আ. লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত মিষ্টি কুমড়া প্রতীকে পেয়েছেন ৭৩০ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুর রহমান লাভু রেডিও প্রতীকে পেয়েছেন ৩০০ ভোট। হানিফ ভূঁইয়া ঠেলাগাড়ি প্রতীকে পেয়েছেন ২৫ ভোট।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয় বিকাল ৪টা পর্যন্ত।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র্যাবের টিম দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ১ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ভোটগ্রহণে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।