স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ মে) হাসপাতালের হেমাটোলজি বিভাগের উদ্যোগে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী বৈজ্ঞানিক সেমিনারে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির মধ্যে বাহক স্ক্রিনিং মৌলিক নিরাপদ রক্ত পরিসঞ্চালন, আয়রন চিলেশনসহ নতুন চিকিৎসা বিষয়ে আলোকপাত করা হয়।
হেমাটোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন চমেক হাসপাতালের নব নিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম। সেমিনার শেষে সন্ধানীর সহায়তায় রোগীদের স্কিনিং পরবর্তী থ্যালাসেমিয়া প্রতিরোধে কাউন্সেলিং সেবা প্রদান করা হয়।