স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন। ১৭০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপিপ্রার্থী মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।
সোমবার রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) উপ-নির্বাচনে নগর ও গ্রাম দুই অংশেই ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মোসলেম উদ্দিন।
োউল্লেখ্য, জাসদের মঈনউদ্দীন খান বাদল মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়।