স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এনএসআই যৌথভাবে এসব সোনার বার উদ্ধার করে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, “বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার পাওয়া যায়।
“কনভেয়ার বেল্টে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে বিশেষভাবে লুকায়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বার মেলে।”
উদ্ধার করা সোনার বারের ওজন এক কেজি ৬৩১ গ্রাম, যার আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।
এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে এসব সোনার বার শাহ আমানতে আসতে পারে বলে উদ্ধারকারীরা ধারণা করছেন।