স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে আসছে নতুন মুখ। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে। এর আগে ২০২০ সালের ৩১ আগস্ট সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সালেহ মোহাম্মদ তানভীরকে।
নতুন প্রজ্ঞাপনে চট্টগ্রামসহ চার মহানগর পুলিশের কমিশনারে আসছে নতুন মুখ। বৃহস্পতিবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করা হয়। এতে বিসিএস (পুলিশ) ক্যাডারের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকমর্তাকে বিভিন্ন পদে বদলি বা পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনাকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
অন্যদিকে রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য একই পদে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদকে উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে রংপুর রেঞ্জে।