এম.এইচ মুরাদঃ
চট্টগ্রামে বিআইটিআইডিতে নতুন করে ১২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে একজনের বাড়ি নোয়াখালী।
মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, ১১৮ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে বিআইটিআইডি। এর মধ্যে ১১ জন চট্টগ্রামের, বাকি একজন নোয়াখালীর বাসিন্দা।
বিআইটিআইডিতে এ নিয়ে ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৩০ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮, নোয়াখালীতে একজন এবং লক্ষ্মীপুরে দুজন।
চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে তিনজন মারা গেছেন। গতকাল সোমবার ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যায় পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ছয় বছরের প্রতিবন্ধী শিশুটি। একইদিন বিকাল ৩টার দিকে জেনারেল হাসপাতালে মারা যান নগরের পাহাড়তলীর সরাইপাড়ার আক্রান্ত এক নারী।
এর আগে সাতকানিয়ায় মৃত এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।