নিউজ ডেস্কঃ
করোনা চিকিৎসার জন্য গড়ে উঠা চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) উপহার দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থগিত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে এসিটি হস্তান্তর করা হয়।
মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ও ওমর গণি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু আরিফ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এম হাসান আলী, ২৪নং ওয়ার্ড যুবলীগ নেতা বিপ্লব, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদাত প্রমুখ।
এ বিষয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারীর মধ্যে যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে এটা আমার ক্ষুদ্র চেষ্টা। প্রত্যেক মানুষের নিজ নিজ জায়গা থেকে যতটুকু সম্ভব করোনাযোদ্ধাদের পাশে এসে দাঁড়াতে হবে। তারা এই যুদ্ধে টিকে থাকতে পারলে আমরা মুক্ত হবো করোনা মহামারী থেকে।