মোঃ রায়হান উদ্দিনঃ
চট্টগ্রামে ৪র্থ বারের মতো মহামারি করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫নং মোহরা ওর্য়াড চান্দগাঁও এবং হাটহাজারী এলাকাবাসী ও ঐ এলাকায় বসবাসরত ভাড়াটিয়া যারা ইতিমধ্যে ত্রাণ নিতে অপারগতা প্রকাশ করছে তারা ছাড়া বাকী ১৫০০ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আবুল বশর সওদাগর ফাউন্ডেশন। কোন প্রকার লোক জমায়েত ছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
আবুল বশর সওদাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে তৌসিফ উদ্দিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রমে খাদ্যসামগ্রী গুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তৌসিফ উদ্দিন বলেন, আগামীতেও যাতে আরও বেশি অসহায় দরিদ্র শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের মানুষদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে পারি এই দোয়াই চাই সবার কাছে।