স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরীর লাভলেইনস্থ হাবিব গ্রুপ নামের একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের অফিসে হামলা চালিয়েছে একদল ছদ্মবেশী। হামলায় অফিসের একটি গাড়িসহ নিরাপত্তা কর্মী ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় সংশ্লিষ্টরা।
হাবিব গ্রুপের অফিস ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক তোজাম্মেল বলেন, ‘মাস্ক পরিহিত ৪০-৫০ জনের একটি দল অতর্কিতভাবে এসে প্রতিষ্ঠানটির অফিস ভাঙচুর করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, হামলাকারীরা অফিসের নিচতলার নিরাপত্তাকর্মী, রিসেপশন রুমসহ একটি গাড়ি ভাঙচুর করেছে।
এছাড়া বাইরে থেকে পাথর নিক্ষেপ করে অফিসের কাঁচ ভাঙচুর করেছে। তবে কে বা কারা এ ভাঙচুর চালিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা এখন সিসিটিভি ফুটেজ চেক করছি। মুখে মাস্ক থাকায় কাউকে চেনা সম্ভব হচ্ছে না।’
এ ঘটনার সূত্রপাত ও কারণ জানতে চাইলে হাবিব গ্রুপের কর্মকর্তা সুরঞ্জিত পাল বলেন, ‘কে বা কারা এ হামলা করেছে তা বুঝতে পারছি না। হঠাৎ করে ৪০-৫০ জনের একটি দল এসে আমাদের অফিসের নিচতলার রিমেপশন ও সিকিউরিটির রুম ভাঙচুর করে। বাইরে পার্কিংয়ে থাকা একটি গাড়িও ভাঙচুর করে। পাশাপাশি অফিসের উপরের তলায় বাইরে থেকে পাথর নিক্ষেপ করেছে। তারা কারো সাথে কথাবার্তা না বলে ভাঙচুর শেষে কাজীর দেউড়ির দিকে চলে যায়।’
হাবিব গ্রুপের কোনো বেতন সংক্রান্ত বা কর্মচারীদের কোনো চাহিদা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার আমাদের সকল প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া মালিকপক্ষের সাথে কর্মচারীদের কোনো বিষয়ে অসন্তোষ নেই। যদি থাকতো তাহলে তা নিয়ে তাদের ডিমান্ড (চাহিদা) থাকতো। এ ঘটনা কে বা কারা, কেন করলো তা বুঝতে পারছি না। তবে এখন পুলিশ এসেছে। তারা সিসিটিভি ফুটেজ দেখছেন ও আইন অনুযায়ী তদন্ত করছে।’