অনলাইন ডেস্ক:
চট্টগ্রামে মুখোমুখি হয়ে পড়েছিল দুটি ট্রেন। সিগন্যালের ভুলে একই লাইনে চলে আসে দুটি ট্রেন। তবে চালকদের দক্ষতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাটহাজারীর ফতেয়াবাদ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেন ও নাজিরহাটের যাত্রীবাহী ডেমু ট্রেন একই লাইনে প্রায় কাছাকাছি চলে আসে। কিন্তু চালকরা দ্রুত ট্রেনের ব্রেক কষে। তাতে ট্রেন দুটি থেমে যায়। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পরে ডেমু ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের আলাদা লাইনে আনা হয়।
ফতেয়াবাদ রেলওয়ের স্টেশন মাস্টার নাহিদা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফতেয়াবাদ এলাকায় পয়েন্টসম্যানের অসতর্কতায় দুটি ট্রেন প্রায় মুখোমুখি হয়ে পড়েছিল। সিগন্যালের ভুলে এমনটা হয়েছে। তবে চালকদের অসাধারণ দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।