স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারসহ আশপাশ এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমার।
রোববার রাত ৭টা ২৪ মিনিটে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মূল কেন্দ্র ঢাকার আগারগাঁও থেকে ৪১২ কিলোমিটার দূরত্বে চট্টগ্রামে এ ভূমিকম্প অনুভূত হয়।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ থেকে ৫ দশমিক ৯ হলে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। আর ৪ দশমিক ৯ মাত্রায় হলে তাকে মৃদু ভূমিকম্প বলা হয়।