বাংলাদেশ, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন এলাকার অর্ধশত অবৈধ দোকানপাট উচ্ছেদ করলো চসিক


প্রকাশের সময় :৩১ আগস্ট, ২০২২ ৪:১৩ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

নগরের বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট কাঁচা বাজার গলি, এশিয়ান হাইওয়ের বহদ্দারহাট থেকে মুরাদপুর এবং ২নং গেইট থেকে জিইসি পর্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (৩১ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীরে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় সড়ক ও ফুটপাত দখল করায় ৫০টি অবৈধ দোকানপাট, স্থাপনা ও স্ল্যাব উচ্ছেদ করা হয়। পথচারীসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তিকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরেক অভিযানে, দেওয়ানহাট মোড় থেকে কদমতলী এলাকা পর্যন্ত ফুটপাত, নালা ও রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অন্যদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগ :