স্টাফ রিপোর্টারঃ
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সংগঠনের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে মিছিলটি দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় থেকে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশের পবিত্র মাটি ৩০ লাখ শহীদের রক্তে সিক্ত। স্বাধীনতার দুশমন উগ্র সাম্পদায়িক জঙ্গিবাদী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। পেট্রল বোমায় ঝলসানো বাংলাদেশ, বাতাসে মানুষের পোড়া গন্ধ মানুষ হত্যার বীভৎস উৎসব বাংলার মানুষ আর দেখতে চায় না। তাই অচিরেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য এমএ হালিম সিকদার মিঠু, ওসমান গনি বাপ্পি, কাজী মাহমুদুল হাসান রনি, আব্দুল আহাদ, সহ সম্পাদক শুভ ঘোষ, এম হাসান আলী, সদস্য মোশরাফুল হক চৌধুরী, মোহাম্মদ আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, মুহাইমিনুল ইসলাম রাহিম, ওয়াহিদুল আলম প্রমুখ।
এ ছাড়াও ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, সাধারণ সম্পাদক রাকিব হায়দার, কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ফখরুল রুবেল, মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক আরমান, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।