এম.এইচ মুরাদঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের পৃথক দুই শোক বিবৃতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক এটলির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুম দুই নেতার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ‘কাউন্সিলর মাজাহার ভাই এবং মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এটলি ভাই দুজনেই আমার খুব কাছের এবং আপন মানুষ ছিলেন। আজ তাদেরকে হারিয়ে দুজন আপনজনকে হারালাম। তারা দুজনেই তাদের কৃতকর্মের জন্য মানুষের মনের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন কারণ তারা তাদের জীবদ্দশায় মানুষের কল্যাণে অসংখ্য কাজ করে গেছেন। করোনার এই মহাদুর্যোগে আজ তাদেরকে হারিয়ে তাদের পরিবারের মত আমরাও আজকে বাকরুদ্ধ। আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করছি তাদেরকে যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমীন।’