স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের গণমাধ্যম কর্মিদের মধ্যে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার রাতে সর্বশেষ করোনা আক্রান্তের তালিকায় যুক্ত হলেন চট্টগ্রামের আরো ছয় গণমাধ্যমকর্মি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া চট্টগ্রামের দৈনিক পূর্বকোণের দুজন, দৈনিক কর্ণফুলীর ১ জন, সময় টেলিভিশনের ১ জন, দৈনিক দেশ রূপান্তর চট্টগ্রাম ব্যুরোর ১ জন এবং চট্টগ্রামের আরও একজনসহ মোট ৬ জন সাংবাদিকের করোনা পজেটিভ পাওয়া গেছে বলে জানা গেছে।
পজেটিভ হিসেবে শনাক্ত সাংবাদিকরা ওই ল্যাবে নমুনা পরীক্ষা দিয়েছিলেন গত রোববার (২৪ মে)।
এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন প্রতিবেদক, ক্যামেরাম্যান, অফিসকর্মির করোনা শনাক্ত হয়েছিল৷ এছাড়া দুটি অনলাইন পোর্টালের দুজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন।