স্টাফ রিপোর্টারঃ
সবধরনের সভা-সমাবেশ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না এবং অভ্যন্তরীণ অনুষ্ঠানের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
সোমবার (১৫ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়েজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘সব ধরনের অনুষ্ঠান উন্মুক্ত স্থানে করা যাবে না। কিন্তু ইনডোরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে প্রোগ্রাম করা যাবে। করোনার প্রকোপ পুনরায় বৃদ্ধি পেলেও নগরবাসী স্বাস্থ্যবিধি মানছে না। তাই নগরবাসীকে সচেতন করতে ম্যাজিস্ট্রেটরা মাঠে নামবে।
এরপর নগরের বহদ্দারহাট, আগ্রাবাদ কোতোয়ালী ও নিউ মার্কেটসহ ৬টি গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণকে মাস্ক পড়াসহ সবধরনের স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনায় মাঠে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।