স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের আকবরশাহতে অভিজিৎ সেন নামে ৩২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে।
শুক্রবার সকাল ৯টার দিকে আমড়া পাড়তে গাছে উঠলে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। ছেলেকে বাঁচাতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাবা ডা. চন্দর সেনও।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করে তার বাবাকে হাসপাতালে ভর্তি করান।
অভিজিৎ সেনের বাড়ি হাটহাজারী এলাকার উত্তর মার্দাশা এলাকায়। আকবরশাহর শহীদ লেইনে ভাড়া বাসায় থাকেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় বাসার পাশে আমড়া পাড়তে গাছে উঠে অভিজিৎ। উঠতে উঠতে গাছের ভেতর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের একটি তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চেঁচামেচিতে ছেলেকে বাঁচাতে ছুটে যান চন্দন সেন। গাছের নিচে পড়ে তিনিও গুরুতর আহত হন।
আকবর শাহ থানার এস আই মো. তহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পর স্থানীয় সাধারণ মানুষ পিডিবিতে খবর দিয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে। পরে তাদের উদ্ধার করে ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করে।