
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার ৪০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। গতকাল শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম ও নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ও নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ এবং রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

জানা যায়, শপথপাঠ শেষে উপ-পরিচালক বদিউল আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে প্রধানমন্ত্রীর প্রকল্প, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের বর্তমান উদ্যোক্তাদের ধারা অব্যাহত রাখতে আনুষ্ঠানিক লিখিত চুক্তিপত্র স্বাক্ষর কার্যক্রম সম্পাদন করেন।